পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ :
মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা স্বণির্ভর হওয়ার সুযোগ পায় এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আনসার ও ভিডিপি সংগঠনে প্রতিবছর বিভিন্ন ধরনের পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।
যোগ্যতা :
* ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।
* বেসিক কম্পিউটার, মোটর ড্রাইভিং ও মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষণাবেক্ষন প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে।
* অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে শিক্কষাগত যোগ্মযতা কমপক্ষে ৮ম শ্রেণী পাশ থাকতে হবে।
* প্রশিক্ষণ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
* কোন প্রসেসিং ফি নেই।
পেশাভিত্তিক প্রশিক্ষণ :
১. বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
২. মোটর ড্রাইভিং প্রশিক্ষণ
৩. ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ
৪. মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষানাবেক্ষন প্রশিক্ষণ
৫. সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ
৬. গার্মেন্টস্ প্রশিক্ষণ
৭. ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ
৮. সোয়েটার নিটিং প্রশিক্ষণ
৯. অটোমেকানিক্স প্রশিক্ষণ
১০.সেলাই ও ফ্যাশন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী) প্রশিক্ষণ
কারিগরি প্রশিক্ষণ :
১. অটোমেকানিক্স প্রশিক্ষণ
২. টাইলস সেটিং প্রশিক্ষণ
৩. কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ
৪. ম্যাশনারী এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ
৫. ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ
৬. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ
৭. মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ
৮. ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ
৯. রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ
এছাড়াও আরো বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয় যা প্রতি বছর প্রশিক্ষণ নির্দেশিকা মোতাবেক সংযোজন/বিয়োজন হয়ে থাকে। প্রশিক্ষণের আসা-যাওয়ার যাতায়াত ভাতা, আবাসন, খাবার, পোষাক-পরিচ্ছদ ও যাবতীয় প্রশিক্ষণ ব্যয় সরকারীভাবে বহন করা হয়। এ জন্য প্রশিক্ষণার্থীকে আলাদা কোন ফি দিতে হয় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস