১. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাগণ আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ করে জঙ্গী ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এবং প্রতিকারে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন।
২. আনসার ও ভিডিপি নারী নির্যাতন, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্ত রাখার জন্য সদস্য-সদস্যাদের মধ্যে গণসচেতনতা শৃষ্টির লক্ষ্যে পরামর্শ দিয়ে থাকেন।
৩. আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের সর্বোচচ ধর্মীয় অনুষ্ঠান ‘‘শারদীয় দূর্গাপূজায়’’ পুলিশ বাহিনীর সহযোগী হিসেবে স্বল্পকালীন সময়ের জন্য অঙ্গীভূত হয়ে আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করে থাকেন।
৪. বর্তমানে অত্র জেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারী ৯৫টি স্থাপনায় প্রায় ১,০০০ জন অঙ্গীভূত আনসার নিয়োজিত থেকে সংস্থার মালামাল ও সম্পত্তি রক্ষায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
৫. আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে স্বল্পকালীন সময়ের জন্য অঙ্গীভূত হয়ে পুলিশ বাহিনীর সহযোগী হিসেবে আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করে থাকেন।
৬. অত্র বাহিনীর ভিডিপি সদস্যগণ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে স্বল্পকালীন সময়ের জন্য বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত হয়ে থাকেন।
৭. আনসার ও ভিডিপি সদস্যগণ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ যেমনঃ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, মোটর ড্রাইভিং প্রশিক্ষণ,ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ, মোবাইল ফোনসেট মেরামত ও রক্ষনাবেক্ষণ প্রশিক্ষণ, সোয়েটার নিটিং প্রশিক্ষণ, ফ্রিজ ও এয়ার কন্ডিশনার মেরামত প্রশিক্ষণ, সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ, গার্মেস্টস প্রশিক্ষণ ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে আত্ম-কর্মসংস্থানের দ্বারা দারিদ্র বিমোচন তথা স্বনির্ভরতা অর্জনে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস